নদী ভাঙনে রোধে মানববন্ধন: তারুণ্য ছাত্র ঐক্য পরিষদের একাত্মতা

জকিগঞ্জ টুডে ডেস্ক::  সুরমা-কুশিয়ারা নদী ভাঙ্গন ক্রমেই বাড়ছে। দেশের মানচিত্র ছোট হয়ে যাচ্ছে। বসতভিটা ও ক্ষেতের জমি হারিয়ে নি:স্ব হচ্ছেন হাজারো মানুষ। ভাঙনের হুমকিতে রয়েছে জকিগঞ্জের প্রায় ৪১ কিলোমিটার।

জকিগঞ্জের কুশিয়ারা-সুরমা নদীর ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের লক্ষে বুধবার বিকালে জকিগঞ্জ শহরের এমএ হক চত্তরে “আমরা জকিগঞ্জবাসীর” ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ব্যানার নিয়ে যোগ দেন তারুণ্য ছাত্র ঐক্য পরিষদের সদস্যবৃন্দ।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ব্যবসায়ী আফতাব আহমদ, সিয়ামুর রহমান সাংবাদিক আল-মামুন, এনাম­ুল হক মুন্না, শ্রীকান্ত পাল, রহমত আলী হেলালী, লতিফুর রহমান রাজু,  তারুণ্য ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোস্তফা জামান পাঠয়ারী শান্ত, সাধারন সম্পাদক জামিল ইসলাম, নাঈম, অর্থ সম্পাদক তাহের আহমদ, সাংগঠনিক সম্পাদক এস.এম.সালমান,প্রচার সম্পাদক সেবুল আহমদ, সহ দপ্তর সম্পাদক শাহান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাহীন আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক শচিকান্ত রায়, সদস্য তারেক আফরিন সাজু, সৌরভ, মাজেদ, আব্দুল্লা­হ, সাফি প্রমুখ। মানবন্ধনে বক্তারা অবিলম্বে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর