নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক সুলতানপুর ইউপির গঙ্গাজল গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুস সালাম (২৫)। গতকাল মঙ্গলবার (২৮/০৬/২২) সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আব্দুস সালাম নিখোঁজ।
এ ব্যাপারে তার ভাই নাসির উদ্দিন জকিগঞ্জ থানায় একটি জিডি করেছেন। নিখোঁজ আব্দুস সালামের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, চোখের মনি কালো, লম্বা ৫ফুট ৪ ইঞ্চি, পরনে জিন্সের প্যান্ট ও আকাশী কালারের শার্ট ছিলো। যদি কেউ তাকে কোথাও দেখতে পান তাহলে ০১৭৩৪১২০৯৭৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply