সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সুলতানপুরে সিদ্দিকুর রহমান পাপলুর খাদ্য বিতরণ

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জকিগঞ্জে সিদ্দিকুর রহমান পাপলুর খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সাবেক প্রেসিডেন্ট ও সাবেক সেনা প্রধান জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর পক্ষে জকিগঞ্জের সুলতানপুর ইউপিতে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলের দিকে বাবুর বাজারের একটি স্কুলে সুলতানপুর ইউপির প্রায় শতাধিক লোকজনের মধ্যে এ খাদ্য বিতরণ করে সুলতানপুর ইউপি বিএনপির নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত সভায় ইউপি বিএনপির সাবেক সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা যুবদলের সদস্য সাহেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ, ইউপি বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সদস্য আব্দুল জলিল, জামিল আহমদ, আছাদ উদ্দিন, একল আহমদ, তাজ উদ্দিন, জুনাব আলী, মকু মিয়া, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক মাতাব আহমদ, সদস্য আফতাব হোসেন, জসীম উদ্দিন, সাহেল আহমদ, জামিল আহমদ, খালেদ আহমদ, ইউপি কৃষকদলের সভাপতি আলাউদ্দিন আলাই, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, পৌর ছাত্রদলের আহবায়ক জবরুল হোসেন ইমন, যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ, ইউপি ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক লিপু আহমদ, সদস্য সুমেল আহমদ, সাকিব আহমদ, সাদমান সাকিব, তারেক আহমদ, জসিম উদ্দিন, জুলকার আহমদ, সুহেল আহমদ, মো. আব্দুল করিম, মনির হোসেন, ইমরান আহমদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আর্দশে গড়া বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় গণতন্ত্রকামী জনগণ। যখনই ডাক আসবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেমে পড়বে আপামর জনতা। বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। অথচ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বক্তারা অসুস্থ খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর