জকিগঞ্জে আপস বিচারে হামলা অভিযোগ, আহত ৪
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে আপস বিচারে হামলা চালিয়ে চারজনকে আহত করার খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বারহাল ইউপির শরিফাবাদ গ্রামে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ও আরো দুজনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন শওকত আলী (৮২) নামের এক বৃদ্ধ।
অভিযোগ সূত্রে জানা যায়, শওকত আলীর ছেলে শাহিন আহমদ দুই বছর আগে জুয়েল আহমদ জামালের ভাই বুলবুল আহমদ এবং নাহিদ মিয়ার ভাই সাহেদ আহমদকে ৩ লাখ ৫০ হাজার টাকা চুক্তিতে সৌদি আরবে পাঠান। তারা এখনও সৌদি প্রবাসে রয়েছেন। কিন্তু গত ৫ এপ্রিল ওই দুই জুয়েল আহমদ জামাল ও নাহিদ মিয়া বৃদ্ধ শওকত আলীর বাড়িতে এসে সাত লাখ টাকা ফেরত দেওয়ার দাবি জানান এবং শওকত আলীকে হুমকি দিয়ে খারাপ আচরণ করেন।
পরে বিষয়টি আপসে নিষ্পত্তি করার উদ্যোগ নেন বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুটি পক্ষের লোকদের নিয়ে ইউপি চেয়ারম্যান নিজের বাড়িতে আপস বৈঠক শুরু করেন। একপর্যায়ে আপস বৈঠক চলাকালে প্রতিপক্ষের জুয়েল আহমদ জামাল ও নাহিদ মিয়াসহ তাদের পক্ষের লোকজন শওকত আলী গংদের ওপর হামলা চালান। হামলায় আহত হন সালমান আহমদ, শাহিন আহমদ, শিপন আহমদ ও শওকত আলী। হামলাকালে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ৩টি স্মার্টফোন এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়। পরে আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সালমান আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও অপর দুজনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এএসআই ওমর ফারুক জানান, ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply