নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে উপপরিদর্শক সামসুল হক সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিরশ্রী ইউপির চিরপুরে অভিযান চালিয়ে বালিগ্রামের মুহিবুর রহমানের ছেলে ফয়ছল আহমদ (২৪) কে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ভাই নবুল হোসেন (৩৭) পালিয়ে যায়। পুলিশ তখন মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।
Leave a Reply