নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী গ্রামের মৎস্য ব্যবসায়ী জামুল মিয়া (৫০) টমটম দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ১৮ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে জামুল মিয়া বাঘপাড়ার একটি পিসারী থেকে মাছ কিনে বাবুর বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সুলতানপুর ইউনিয়ন পরিষদের সামনে যাত্রী ছাওনির পাশে হঠাৎ একটি মহিষ টমটমের সামনে চলে আসে। মহিষটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে টমটমটি উল্টে যায়।
দুর্ঘটনায় জামুল মিয়াসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জামুল মিয়া মারা যান। তবে বাকি আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
জামুল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা শনিবার সকাল ১১টায় বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
Leave a Reply