জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক সম্রাট গ্রেপ্তার ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার রাতে একদল পুলিশ কামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সম্রাট সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের মৃত রাইব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪০) কে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত অন্যরা পালিয়ে যায়।
জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক স¤্রাট ইসলামকে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পালিয়েছে।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন ও সহিদাবাদ গ্রামের আব্দুন নুরের ছেলে আবুল কালাম কামুসহ জড়িত অন্য মাদক ব্যবসায়ীদেরকে আসামী করে মামলা দায়ের করা হবে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশের সোর্স কালা বাসিত অপহরণের পর হত্যার ঘটনায় একটি মামলা, মাদক ব্যবসার জন্য ৩ টি ও মারামারির দায়ে একটিসহ মোট ৫টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানা পুলিশের এসআই সৈয়দ ইমরুজ তারেক।
Leave a Reply