জকিগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে এসডিএস’র মতবিনিময়

জকিগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে এসডিএস’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: কোভিড-১৯ প্রতিরোধে জকিগঞ্জে কমিউনিটি নেতৃবৃন্দ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘এসডিএস’র আয়োজিত এ মতবিনিময়ে এসডিএস নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে ও জুবায়ের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন কাজলসার ইউপির চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাংবাদিক আল হাছিব তাপাদার, পৌর কাউন্সিলর জোসনা খানম, পৌর কাউন্সিলর রিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেন প্রমূখ।

ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’

সভায় আলোচকরা বলেন, বৈশিক মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনার প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি হলে করোনার ঢেউ মোকাবেলা সম্ভব হবে। গ্রামঞ্চলের মানুষকে করোনা ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে সচেতন মহল উদ্যোগ গ্রহণ করার কোন বিকল্প নেই। দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবার পর থেকে আক্রান্ত ও মৃত্যু কমেছে। এখনো যেসকল মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসলে নতুন ধরণের সংক্রমণ ঠেকানো সম্ভব হবে বলে আলোচকরা মতামত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর