প্রিয় দর্শকমণ্ডলী আপনাদের প্রিয় জকিগঞ্জ আই টিভি ফেসবুক পেইজ চলতি বছরের জানুয়ারি মাসে হ্যাক হয়েছিলো। আকস্মিক ঘটনায় সম্মানিত দর্শকমণ্ডলী ও শুভাকাঙ্খীগণ খুবই ব্যাথিত হয়েছিলেন। পেইজটি উদ্ধারে আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। এমনকি আশাও ছেড়ে দিয়েছিলাম।
কিন্তু অবশেষে আমাদের জকিগঞ্জের বারহাল ইউপির বুরহানপুর গ্রামের উদীয়মান স্বপ্নবাজ তরুণ Rezaul Hussain Rony আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন পেইজটি উদ্ধারের। যেমন কথা তেমন কাজও করেছেন। তিনি পেইজ উদ্ধারের দায়িত্ব নেওয়ার ৪৮ ঘন্টা পার হওয়ার আগেই আপনাদের প্রিয় জকিগঞ্জ আই টিভির পেইজটি উদ্ধার করেছেন হ্যাকারদের কবল থেকে। বর্তমানে পেইজটির নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতে রয়েছে। হ্যাক হওয়া পেইজ উদ্ধার করে দেওয়ায় আমরা রেজাউল হোসাইন রনির কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি দিনরাত টানা অক্লান্ত পরিশ্রম করে তাঁর শ্রম মেধাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ের হ্যকারদলকে পরাজিত করে হ্যাক হওয়া পেইজ উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছেন।
প্রযুক্তিতে জকিগঞ্জের একজন তরুণের এমন সফলতা আমাদেরকে গর্বিত করেছে। আমরা আশা করি স্বপ্নবাজ এই তরুণ ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন। তথ্য প্রযুক্তিতে আগামি দিনেও বিস্ময়কর সফলতা অর্জন করবেন। লেখাপড়ার পাশাপাশি রেজাউল হোসাইন রনি প্রোগ্রামিং এবং ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন। তিনি আমাদের জকিগঞ্জ আই টিভি পরিবারের একজন সহকর্মী। তাঁর জন্য সবাই দোয়া করবেন। অনলাইন ভিত্তিক কোন সমস্যা হলে রনির সহায়তা নিতে পারবেন যেকেউ। পরিশেষে সবার পরামর্শে জকিগঞ্জ আই টিভি গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করাতে অঙ্গীকারবদ্ধ। অতীতের ন্যায় সবার পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।
▪আল হাছিব তাপাদার
▪সম্পাদক
জকিগঞ্জ আই টিভি।
Leave a Reply