নিজস্ব প্রতিবেদক:
জকিগঞ্জ পৌর এলাকার গোপিরচক গ্রামের মৃত সুধাংশু রায়ের ছেলে সুব্রত রায়ের ধর্মান্তরিত নিয়ে প্রকাশিত এফিডেভিটের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রসারা অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম। তিনি বলেন, পত্রিকার প্রকাশিত এফিডেভিটে তিনি দেখতে পেয়েছেন সুব্রত রায় তাঁর কাছে পবিত্র ইসলাম ধর্মের কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে এফিডেভিটে দাবী করেছেন। এমন বক্তব্যের সাথে অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম দ্বিমত পোষন করে বলেন, পত্রিকায় প্রকাশিত এফিডেভিটে আমার নামউল্লেখ করে আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। সুব্রত রায়ের ধর্মান্তরিত নিয়ে আমার কিছুই জানা নেই। তিনি আমার কাছে পবিত্র কালেমা বাক্য পাঠ করেননি।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বরের দৈনিক সবুজ সিলেট পত্রিকায় সুব্রত রায়ের ধর্মান্তরিত নিয়ে একটি এফিডেভিট প্রকাশিত হয়েছে। প্রকাশিত এফিডেভিটে সুব্রত রায় উল্লেখ করেছেন তিনি গত ৩ আগষ্ট সিলেট জেলার নোটারী পাবলিকের সম্মুখে উপস্থিত থেকে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে নিজ ইচ্ছায় সুব্রত রায় নামের পরিবর্তে “সুবন তাপাদার” হিসেবে ধর্মান্তরিত নাম এফিডেভিটের মাধ্যমে সম্পাদন করেছেন এবং জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের কাছে পবিত্র কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ এফিডেভিট প্রকাশের পর দেখা দেয় নানা আলোচনা সমালোচনার। সুবন তাপাদারের কালেমা বাক্য পাঠ নিয়ে মাওলানা নূরুল ইসলামের বক্তব্যের পর এ আলোচনা সমালোচনার অনেকটা অবসান হয়েছে।
Leave a Reply