ওমর ফারুক:: জকিগঞ্জের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মূখ ফারুক আহমদ। ১৯৭২ সালের ২৭ ডিসেম্বর জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় জড়িয়ে পড়েন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে। এরপর ছাত্রলীগ থেকেই রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়। দলের র্দূসময়ের পরীক্ষিত কর্মী হিসেবে পর্যায়ক্রমে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত হন তিনি। ৯৬ সালের নির্বাচন বিরোধী আন্দোলনের দায়ে ৫ বছর ছিলেন কারবন্দী। কারাবন্দি থাকাকালে হন সিলেট জেলা যুবলীগের সদস্য।
কারা জীবন শেষে আবারো রাজনীতিতে এসে পার করেছেন অনেক চড়াই উৎরাই। এরমধ্যে করেন পৌরসভায় মেয়র পদে নির্বাচন। অল্প ভোটের ব্যবধানে হাতছাড়া হয় মেয়রের চেয়ার। তবুও থেমে থাকেনি রাজনীতি। জকিগঞ্জের আওয়ামী রাজনীতিতে তাঁর রয়েছেন বিপুল সংখ্যক অনুসারী। ২৭ ডিসেম্বর ছিলো ফারুক আহমদের জন্মদিন। এই জন্মদিনকে পালন করতে পূর্ব থেকেই নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। সেই প্রস্তুতি অনুযায়ী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট শহরে, জকিগঞ্জ দলীয় অফিসে, বাবুর বাজার দলীয় অফিসে, পৌরসভার ১নং ওয়ার্ডে, রতনগঞ্জ, কামালগঞ্জ, কালিগঞ্জ, বারহালসহ বিভিন্ন স্থানে কেক কেটে উদযাপন করা হয় ফারুক আহমদের জন্মদিন। জন্মদিনে ফারুক আহমদ নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন।
জকিগঞ্জ অফিসে সন্ধ্যায় জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য শামিম আহমদ, হিরণজিৎ বিশ্বাস, কৌশিক রায়, যুবলীগ নেতা অসক শর্মা, রাসেল আহমদ, আবুল হোসেন, আনোয়ার সিরাজী, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক জাকির হোসাইন, সদস্য জোবের আহমদ, যুবলীগ নেতা অলি রানা, ছাত্রলীগ নেতা মুকুল আহমদ, খালেদ আহমদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শুভসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ফারুক আহমদকে নিয়ে কেক কাটেন।
রতনগঞ্জে কেককাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক রসলাল বিশ্বাস, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক এম জাকির হোসাইন, সদস্য ইমন আহমদ, ছাত্রলীগ নেতা তাহের আহমদ, মাহিদ চৌধুরী, তারেক, লিটন, সুবাশ, সাব্বির, শ্যামল, উজ্জল প্রমুখ।
সিলেটে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকলীগ নেতা সুহেল তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছাদেক আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা শাহারিয়া আহমদ, আবু তাহের জুনেদ, তাজেল আহমদ, আব্দুল্লাহ আহমদ, জকিগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান, পৌরসভা ছাত্রলীগ নেতা আশরাফ আল কবির প্রমূখ।
বাবুর বাজার আঞ্চলিক অফিসে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি শাহারিয়া হক, উপজেলা যুবলীগ সদস্য শামিম আহমদ, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান, মাহবুবুর রহমান, ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ হাসান আহমদ, ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম, নাসির আহমদপ্রমূখ।
পৌরসভার ১ নং ওয়ার্ডে ফারুক আহমদের উপস্থিতে জন্মদিন পালন করেন পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য শামিম আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ প্রমূখ।
বারহালে ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য আবিদুর রহমান, উজ্জল হোসেন, শরিফ আহমদ, জাহান আহমদ, আবু হাসান প্রমূখ।
মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম নাসির, সালমান শাহী প্রমূখ। এছাড়াও জন্মদিন উপলক্ষে ফারুক আহমদকে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply