জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সোমবার বিকালে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের সেলাই মেশিন ও শাড়ি-লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমি ভাটি এলাকার লোক। ভাঙ্গা সড়ক দিয়ে অনেক চলাচল করেছি। তাই ভাঙ্গা সড়ককে ভয় পাইনা।
বিশেষ অতিথি যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অর্থনীতিবীদ ড. আহমদ আল কবীরের সিলেট-জকিগঞ্জ ভাঙ্গা সড়ক দিয়ে নিয়ে যাওয়ার জবাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ.মান্নান এ কথা বলেন।
মন্ত্রী আরোও বলেন, স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। তাই শীঘ্রই ভাঙ্গা সড়ক সংস্কারের কাজ শুরু হবে।
Leave a Reply