জকিগঞ্জ টুডে ডেস্ক:: সীমান্তঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রবীণ ছাত্রদের নিয়ে “প্রাক্তন ছাত্র পরিষদ” গঠন করা হয়েছে। শনিবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার কনফারেন্স হলে এ কমিটি গঠন করা হয়।
এর আগে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রাক্তন ছাত্রদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন ছাত্রবৃন্দ একটি স্থায়ী পরিষদ গঠনের দাবী জানিয়ে বক্তব্যে রাখেন।
পরে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম সকলের মতামতের ভিত্তিতে স্থায়ী পরিষদ গঠন ও প্রবীণ শিক্ষার্থীদের সমবেত করার জন্য প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি আহবায়ক কমিটি গঠনের বিষয়ে সম্মতি জানালে “প্রাক্তন ছাত্র পরিষদ” গঠন করা হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা জহির উদ্দিন চৌধুরী বাবরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রাক্তন ছাত্র মাওলানা আপ্তাব আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, জুলকারনাইন। আহবায়ক কমিটির সদস্যগণ হলেন, প্রাক্তন ছাত্র মাওলানা মুহাম্মদ জামিল আহমদ, মাওলানা ফদ্বলুর রহমান, মাওলানা ময়নুল হক, মাওলানা মোস্তফা কামাল, মো. শামছুদ্দীন সাবেল, মো. মুনিম আহমদ, মাওলানা কাওছার আহমদ, মো. আব্দুছ ছালাম, মো. আব্দুল আলীম, মো. ইসলাম উদ্দিন চৌধুরী, সাংবাদিক আল হাছিব তাপাদার, মাওলানা শাহজাহান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া আহমদ প্রমূখ।
এদিকে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে আগামী ১৬ জানুয়ারী বিকেল ২ ঘটিকায় মাদ্রাসার কনফারেন্স হলে সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রাক্তন সকল ছাত্রবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের দায়িত্বশীলরা।
Leave a Reply