জকিগঞ্জে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সভা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা বুধবার থানা কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশের আহবায়ক মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, পৌর মেয়র হাজি খলিল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, কমিউনিটি পুলিশের সচিব মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, খলিল উদ্দিন, জুলকারনাইন লস্কর, মাহতাব হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলার কামরুজ্জামান কমরু, মেম্বার এসোশিয়েশন সভাপতি মুন্না, যুবলীগ নেতা আব্দুস সালাম, ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী প্রমূখ। পুলিশ পরিদর্শক তদন্ত মমিনুল হকের সঞ্চালনায় মতামত তুলে বক্তব্যে ধরেন রাখেন আব্দুল মুমিন জামাল, রফা বেগম, হাসান রাজা প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কোন ছাড় দেয়া হবে না উল্লেখ করে বলেন, প্রয়োজনে তাদের চিকিৎসা ও পুণর্বাসন করা হবে। মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর