নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রবিবার উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির জিহাদীর পরিচালনায় এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা আল-ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী সিপার, প্রচার সম্পাদক ফজলুর রহমান, পৌর আল ইসলাহ’র আহ্বায়ক কাজী হিফজুর রহমান প্রমুখ।
জরুরী সভায় নেতৃবৃন্দ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় নিন্দা প্রস্তাব জ্ঞাপন করে যুক্তরাষ্ট্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply