নিজস্ব প্রতিবেদক::
জকিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুক আহমদ চৌধুরী জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার বেলা দুইটায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে আলনগরস্থ গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, পৌর কাউন্সিলর পরিষদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দর, সাবেক মেয়র আব্দুল মালিক ফারুক, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য এম এ মালেক চৌধুরী মকু, আল মামুন, রিপন আহমদ, আল হাছিব তাপাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সুলতানপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply