নিজস্ব প্রতিবেদক:: জাতীয় শিশু কিশোর সংগঠন “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার” জকিগঞ্জ উপজেলার ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
জকিগঞ্জের সম্মেলন প্রস্তুতি কমিটিতে এম জাকির হোসাইন (রতনগঞ্জ) আহবায়ক, সদস্য সচিব সাবেল আহমদ (কামালগঞ্জ), কমিটির অন্য সদস্যরা হলেন, শাহারিয়া আহমদ (পল্লীশ্রী), কাওছার আহমদ (বাবুর বাজার), জুবের আহমদ (ভরন), জাহাঙ্গীর আলম সাহেদ (জকিগঞ্জ ইউপি), মাসুম আহমদ (গনিপুর), ইমনুর রশীদ ইমন (সুলতানপুর), আবিদ আহমদ (বারহাল), সাফওয়ান আহমদ (বিরশ্রী), ইমন আহমদ (রতনগঞ্জ)।
সভায় জেলা নেতৃবৃন্দ জকিগঞ্জের সম্মেলন প্রস্তুতি কমিটিকে সকল ইউপি কমিটি গঠন করার নির্দেশ দিয়ে আগামী ৩১ জানুয়ারি মধ্যে উপজেলা সম্মেলন সম্পন্ন করতে আদেশ দেন।
Leave a Reply