নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার পৌরশহরের এমএহক চত্তরে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি জয়নাল আবেদীন, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মোস্তাক আহমদ, আব্দুল মুমিন চৌধুরী, সিলেট মহানগর কৃষকলীগের রেজাউল হক রাসেল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, সাবেক যুগ্ম আহবায়ক নাসিম আহমদ, উপজেলা যুবলীগ আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমরু, শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মনি, বেলাল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউপি কৃষকলীগের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে আব্দুল আহাদকে সভাপতি, বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ও কামরুল ইসলাম মিন্টুকে সভাপতি ও ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply