নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের গঙ্গাজল বাজারের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী আব্দুশ শহীদকে মারধর করে টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বাকিতে ফ্লেক্সিলোড না দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবী করেন আব্দুশ শহীদ। ঘটনাটি নিয়ে শুক্রবার দুজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুশ শহীদ।
লিখিত অভিযোগে আব্দুশ শহীদ দাবী করেন, গঙ্গাজল গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে জিল্লুর রহমান জিলু (৩৫) ও উত্তর গঙ্গাজল গ্রামের মৃত মুজমিল আলীর কাওছার আহমদ (৩৫) এর কাছে ফ্লেক্সিলোডসহ মোবাইল ব্যাংকিং ব্যবসার টাকা পাওনা রয়েছে। এ নিয়ে কাওছার আহমদের সঙ্গে বিরোধ রয়েছে। এরপরও গত বুধবার রাত ৮টার দিকে কাওছার আহমদ আবারও বাকিতে ফ্লেক্সিলোড চায়। কিন্তু আব্দুশ শহীদ বাকিতে ফ্লেক্সিলোড না দেয়ায় কাওছার আহমদ তার অপর সহযোগী জিল্লুর রহমান জিলুকে নিয়ে এসে হুমকি দিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে আব্দুশ শহীদ দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে কাওছার আহমদ ও জিল্লুর রহমান জিলু তাকে মারধর করে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে যায়। মারধরে ব্যবসায়ী আব্দুশ শহীদের শরীরের বিভিন্নস্থানে জখম হয়। হামলাকারীদের বিরুদ্ধে আব্দুশ শহীদ আইনগত প্রতিকার চেয়েছেন। এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন, তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply