নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান (৮৯) এর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন মহল। বুধবার এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল বলেন, শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমানের মতো প্রথিতযশা আলেম এ উপমহাদেশে বিরল।
তিনি ছিলেন হাদীস জগতের এক উজ্জল নক্ষত্র, তরীকত ও তাসাওউফের বিশ্বস্ত আমানতদার। দ্বীনী খেদমতে শীর্ষ এ আলেমের অবদান বিশ্বব্যাপী ছিল অতুলনীয়। তিনি জীবনভর হাদীসে নববীর খেদমত আনজাম দিয়েছেন, তৈরী করেছেন হাজার হাজার আলেমে দ্বীন। প্রতিষ্ঠা করেছেন বহু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। তাঁর ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত এক অন্যতম রাহবারকে হারালো। মহান আল্লাহ তায়ালা তাঁর খিদমাতসমূহ কবূল করে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। রাজনীতিবীদগণের মধ্যে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল উদ্দিন প্রমূখ। জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, সহসভাপতি এখলাছুর রহমান, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, প্রচার সম্পাদক মোর্শেদ লস্কর, নির্বাহী সদস্য রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক।
উল্লেখ্য, দেশের অন্যতম প্রথিতযশা আলেম, আরব আমিরাতের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ও জকিগঞ্জের ইছামতি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব গত সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে শোকে কাতর হয়ে পড়েন সারাদেশের আলেম সমাজ তথা সকল শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার বিকেলে ৩টায় লাখো মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ শেষে তিনির নিজের প্রতিষ্ঠিত রারাই গ্রামস্থ আল-হাবীব জামে মসজিদের উত্তর পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
Leave a Reply