নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের বারঠাকুরী ইউপি এলাকায় ছেড়া বিদ্যুৎ লাইনে জড়িয়ে সোমবার দুপুরের দিকে একজনের মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তি সালেহপুর গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে বিলাল আহমদ (২৬)।
ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী জানান, সালেহপুর গ্রামে খুটি থেকে ছিড়ে বিদ্যুতের লাইন মঠিতে পড়েছিলো। দুপুরের দিকে বিলাল অসাবধানবসত মাটিতে ছিড়ে পড়া লাইনে হাত দেয়ায় জড়িয়ে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে সোনাসার রাগিব রাবিয়া মেডিকেল নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
Leave a Reply