নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ৪৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচত হয়েছেন অ্যাডভোকেট সামছুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক পুরকায়স্থ পান ৪৬০ ভোট। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সামছুল হক জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউপির দেবত্তোর গ্রামের বাসিন্দা।
৭৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) পান ৭০৫ ভোট।
বৃহস্পতিবার ভোটগ্রহণের পর গণনা শেষে শুক্রবার এ ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি-১ এখলাছুর রহমান, সহসভাপতি-২ হাদিয়া চৌধুরী মুন্নী, যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার, যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম, সমাজ বিষয়ক সম্পাদক মো. সুহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক হুসাইনুর রহমান লায়েছ, গ্রন্থাগার সম্পাদক সাজেদুল ইসলাম সজীব, প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দীন আহমদ টিটু, সহকারী নির্বাচন কমিশনার মো. সেলিম মিয়া ও আব্দুল মুকিত, সহসম্পাদক আরিফ আহমদ, গোলজার হোসেন খোকন ও মো. সাজিদুর রহমান রিপন।
এছাড়া নির্বাচনে সর্বাধিক ১১৭৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন আব্দুল গফফার, নির্বাচিত অন্য সদস্যরা হলেন- মো. আখতার হোসেন খান, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, মো. রাজ উদ্দিন, মো. আব্দুল ওদুদ, মো. আনোয়ার হোসাইন, কল্যাণ চৌধুরী, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, এমদাদুল হক ও আবু মো. আসাদ।
Leave a Reply