নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আবারো জকিগঞ্জের গুরুসদয় স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার গুরুসদয় স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির এক সভায় অভিভাবকদের মতামতের ভিত্তিতে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে পুনরায় এ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ গুরুসদয় স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।
এলাকাবাসীর প্রত্যাশা মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। বিদ্যালয় ও কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
Leave a Reply