নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুব্রত চক্রবর্তীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার ২টার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে অবসরজনিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিরশ্রী ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জাবেদ আহমদের সভাপতিত্বে ও আটগ্রাম ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন। তাছাড়াও উপজেলা ভূমি অফিস, বিরশ্রী, শাহগলী, গণিপুর, আটগ্রাম ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্যে দেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা সুব্রত চক্রবর্তীর সুখ-সমৃদ্ধি ও অবসরজনিত সময় যেন মানবিক কাজে কাটে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply