নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: প্রখ্যাত বুযুর্গ শাহ-সূফী আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (র.)-এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল শনিবার সিলেটের জকিগঞ্জ উপজেলাস্থ বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে শুক্রবার থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত মুরিদীনগণ বালাউট ছাহেব বাড়িতে আসতে শুরু করেন। শনিবার সকাল ৯ টায় আল্লামা বালাউটি ছাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয় মাহফিলের কার্যক্রম। এরপর খতমে বুখারী শরীফ, খতমে কুরআন, খতমে দালাইলুল খাইরাত, খতমে খাজেগান, মিলাদ-কিয়াম হয়। পরে পীর-মাশায়িখ, উলামায়ে কেরামগণ ধারাবাহিক ধর্মীয় বক্তব্য দেবেন ফজর পর্যন্ত। মাহফিলে জিকির-আযকার ও সভাপতিত্ব এবং আখেরী মোনাজাত করেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। এশার নামাজের পর বালাউট দারুল কোরআন মাদরাসা’র হিফজ সম্পন্নকারী ছাত্রদের মধ্যে পাগড়ী প্রদান শেষে বক্তব্য দেন মাওলানা মো. হাবিবুর রহমান ছাহেবজাদায়ে বালাউটি। মাহফিলকে সুন্দরভাবে সম্পন্ন করতে নিয়োজিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও নিজস্ব কয়েকশ স্বেচ্ছাসেবী। ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে প্রিয় বুযুর্গের দরজা বুলন্দের জন্য কয়েক হাজার ভক্ত মুরিদীন-মুহিব্বীনের মোনাজাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শাহ-সূফী আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাজার প্রাঙ্গন। সন্ধ্যা পর থেকে তীব্র শীত উপেক্ষা করে দূরদূরান্ত থেকে ভক্তগণ মাহফিলে এসে অংশ নিতে শুরু করেছেন।
বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা মোহাম্মদ ইউনুস আহমদ মহব্বতপুরী ও মাওলানা আজির উদ্দিন বরমচালীর সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লামা বালাউটি ছাহেব দেশের অন্যতম একজন প্রখ্যাত বুযুর্গ ছিলেন। সকল বিষয়ে তাঁর চিন্তা চেতনা গম্ভীর ছিলো। তিনি ইন্তেকালের আগ পর্যন্ত দ্বীনের খেদমত করে গেছেন। তিনি আরও বলেন, সরকার দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছে। মসজিদ-মাদ্রাসার উন্নয়নে যথেষ্ট বরাদ্ধ দিচ্ছে। প্রতিটি উপজেলায় উন্নতমানের মসজিদ স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ অতীতের চাইতে বহুগুণ এগিয়ে গেছে। আলেম-উলামাগণকে সরকার সম্মানিত করছে।
মাহফিলে নসিহত দেন মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, মৌকারা দরবার শরীফ’র পীর ছাহেব আমিরুস সালিকিন, মাওলানা নেছার উদ্দীন ওয়ালী উল্লাহি, ফান্দাউক দরবার শরীফ’র পীর ছাহেব মাওলানা সাইয়্যিদ মঈনুদ্দিন আল হুসাইনি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু বকর আশরাফী, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মকসুদূর রহমান, মাওলানা মুফতি আবু নছর জিহাদী, সোনাকান্দা দরবার শরীফের পীরজাদা মাওলানা হুসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী, ডগাইর ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা কবি নুরুল আমিন আমজাদী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুফাসসির ড. মাওলানা মোফাজ্জল হোসেন, বাংলাদেশ বেতারের ভাষ্যকার মাওলানা মুফতি মনজুর হোসাইন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, মিয়ারবাজার আলিম মাদরসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান, ইছামতি কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা কাজী আব্দুর রহমান চান্দগ্রামী, মাওলানা সদরুল আমিন জগন্নাতপুরী, রতনগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী প্রমুখ।
বক্তাগণ বলেন, আলিম সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব শাহ-সূফী আল্লামা বালাউটি ছাহেব (রহ.) অনুপম নৈপূন্যে বহুমুখী খিদমতে নজির স্থাপনকারী মনীষা ছিলেন। সমাজের সর্বস্তরের মানুষের জন্য তাঁর নিরলস খিদমত দেখে অভিভূত হতে হয়। শরীয়ত, মারিফত, তরিকত ও দ্বীনের সর্বক্ষেত্রে যেকোনো প্রয়োজনে তিনি সাহসিকতার পরিচয় ও কর্মতৎপরতা চালিয়ে গেছেন। জীবনব্যাপী রাসুল (সা.)-এর মহত্তম আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদা প্রতিষ্ঠার মিশন চালিয়ে গেছেন। এমন আদর্শ মনীষা ক্ষণজন্মা হয়ে থাকেন। তাঁর আদর্শের অনুসারী হিসেবে জীবন পরিচালিত করলে ইহকাল ও পরকাল সাফল্যমন্ডিত হবে।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দরগায়ে হযরত শাহজালাল (র.)-এর মোতাওয়াল্লি সরে-ক্বওম ফতেহ উল্লাহ আল আমান, বালাউট দারুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, চান্দগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ চৌধুরী, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গনী, জালালপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক শামছুল হক বিন আপ্তাব, হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, কবি মাওলানা মাহবুবুর রহীম, মাওলানা জমির উদ্দিন ও হাফিজ মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। মাহফিলে হামদ, নাত ও মর্সিয়া পরিবেশন করেন- কলরব’র গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী আহমদ আব্দুল্লাহ, সবুজ কুঁড়ি’র পরিচালক মাওলানা সুলতান আহমদ, মামুনুর রশীদ, রিসালার পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল, ইন্তেজার’র আহমদুল হক, তাওহিদুল ইসলাম শ্রাবণ।
Leave a Reply