নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে সম্মান জানাতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘সংরক্ষিত চেয়ার’ পাঠিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। বুধবার জকিগঞ্জ থানায় এসেছে এসপির পাঠানো ‘সংরক্ষিত চেয়ারটি’।
ঐ দিন বিকেলে জকিগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন দুজন মুক্তিযোদ্ধাকে নিয়ে থানায় ব্যক্তিগত কাজে গিয়ে ওসির কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ারটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সাথে সাথে তিনি স্থানীয় যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদারকে কল দিয়ে বলেন, সিলেটের পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি চেয়ার থানায় পাঠিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারীভাবে এমন উদ্যোগ আরো আগে গ্রহণ করার কথা ছিলো। যাই হোক অবশেষে পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। মুক্তিযোদ্ধারা জীবনবাজী ধরে যুদ্ধ করার সুফল এখন প্রকৃতভাবে পাচ্ছেন। উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের পক্ষ থেকে তিনি জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তাঁর সাথে ছিলেন মুক্তিযোদ্ধা সোনা মিয়া, মুক্তিযোদ্ধা মনির আলী।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, অসংখ্য বীর মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, তাদেরকে সম্মান জানাতে থানায় এসপি ফরিদ উদ্দিন স্যার একটি সংরক্ষিত চেয়ার পাঠিয়েছেন। চেয়ারটি আমার কক্ষে থাকবে। এ চেয়ারে মুক্তিযোদ্ধাগণ ছাড়া আর কাউকে বসতে দেয়া হবেনা। মুক্তিযোদ্ধাগণ একটি কাজে থানায় এসে চেয়ারটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
Leave a Reply