নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের সুলতানপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে নির্বাচনী এলাকা সহিদাবাদে তিনি এ দুর্ঘটনার শিকার হন। জানাগেছে, জকিগঞ্জ-সিলেট সড়কের সহিদাবাদ এলাকায় তিনি সিএনজি গাড়ী দিয়ে যাচ্ছিন। এ সময় গ্রামের রাস্তা থেকে হঠাৎ একটি মোটর সাইকেল সড়কে উঠে তাঁর সিএনজি গাড়ীতে ধাক্কা দেয়। এতে আওয়ামী লীগ প্রার্থী ইকবাল আহমদ চৌধুরীসহ মোটর সাইকেল আরোহী আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক ইকবাল আহমদ চৌধুরীকে ও মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। সন্ধ্যায় ইকবাল আহমদ চৌধুরী একল জানিয়েছেন, আপাতত বিশ্রামে রয়েছেন। তবে মোবাইলের মাধ্যমে ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। একটু সুস্থ্যতা অনুভব করলে ভোটের মাঠে ফিরবেন।
Leave a Reply