নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যদয়ের পরপরই জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, জকিগঞ্জ আই টিভি পরিবার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গনি, কাজলসার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জুলকার নাইন লস্কর, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ আইটিভির বার্তা সম্পাদক ওমর ফারুক, প্রোগাম এডিটর জাহাঙ্গীর সাহেদ, ফটোগ্রাফার উজ্জল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী, জকিগঞ্জ পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
সকাল সাড়ে ৮টার দিকে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদশর্নী আয়োজন করা হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী খলিল উদ্দিন, মুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, জকিগঞ্জ আই টিভি পরিবার, শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লোকজন।
বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গড়ার শপথে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, জকিগঞ্জ আই টিভি পরিবার, শিক্ষক নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণ। জাতীয় পতাকা হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করতে বিজয় দিবসের নির্ধারিত ভেন্যুতে হাজারো মানুষ জড়ো হন। সবার লক্ষ্য একটাই ছিলো বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর শপথ পাঠে শামিল হয়ে ইতিহাসের স্বাক্ষী হওয়া।
Leave a Reply