ভবিষ্যৎ সমৃদ্ধিতে বীমার ভূমিকা অনন্য …মেয়র খলিল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী মো.খলিল উদ্দিন বলেছেন, আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সমৃদ্ধিতে বীমা কোম্পানীগুলি অনন্য ভ’মিকা পালন করছে। দেশের প্রথম বেসরকারি বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী এ ক্ষেত্রে পথিকৃত।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী জকিগঞ্জ সাংগঠনিক অফিস আয়োজিত তিন দিনের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জকিগঞ্জ সাংগঠনিক অফিস প্রধান মো.আসলাম উদ্দিনের সভাপতিত্বে ইউনিট ম্যানেজার আল মামুনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর প্রশিক্ষণ, গবেষণা ও পরিকল্পনা বিভাগের প্রিন্সিপাল অফিসার এসএম একুব রফিক, বাংলাদেশ ইনস্টিটিউট প্রফেশনাল ডেভলপমেন্ট(বিআইপিডি)র ইনস্ট্রাক্টর মো. মুশফিকুল করিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনবীমা জকিগঞ্জের প্রধান সুরঞ্জন মল্লিক, সহকারি অধ্যাপক হরিপদ দত্ত,ব্রাঞ্চ ম্যানেজার আরিফ উদ্দিন আলী, অফিস সহকারী জসিম উদ্দিন প্রমুখ। কর্মশালায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ের ৫০জন সংগঠক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর