জকিগঞ্জ সড়কে অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহার ও বিআরটিসি চালুর দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ সিলেট সড়কে অযৌক্তিকভাবে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও বিআরটিসি বাস চালুর দাবিতে ফুঁসে উঠছে জকিগঞ্জবাসী। যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে ১৬ নভেম্বর থেকে ধারাবাহিক কর্মসুচী পালন অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রীকল্যাণ ঐক্য পরিষদ।

জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক কাজী হিফজুর রহমান, যুগ্ম আহবায়ক নাসিম আহমদ, মাওলানা আলা উদ্দিন তাপাদার, বুরহান উদ্দিন মুক্তা, আব্দুল কাইয়ুম, এনামুল হক মুন্না, সদস্য সচিব আজমল হোসেন, যুগ্ম সদস্য সচিব মামুনুর রশীদ, মাসুম আহমদ, খায়রুল ইসলাম মুন্সি, ছাত্রনেতা আবু সাঈদ মো. আশিকসহ পরিষদ নেতৃবৃন্দ।

বক্তারা জানিয়েছেন, জকিগঞ্জের যাত্রীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি, জকিগঞ্জের প্রতিটি স্টেশনে প্রতিবাদ সভাসহ ১২ জানুয়ারী পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি ১৩ জানুয়ারী মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। ৬ দফা দাবীর মধ্যে রয়েছে অতিরিক্ত ভাড়া প্রত্যাহর, জকিগঞ্জের ৩টি সড়কে বিআরটিসি বাস চালু, শিক্ষার্থীদের হাফ ভাড়া, ড্রাইভার হেলপারদের যাত্রী হয়রানী বন্ধ, যত্রতত্র পার্কিং নিষিদ্ধ, নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাড়ীর ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স তদারকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর