নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন পালন করেছে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ। শনিবার দুপুরে কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে কেক কেটে জন্মদিন উদযাপন করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ, জুবের আহমদ, আসাফ নাঈম, জাহাঙ্গীর সাহেদ, অপু আহমদ, শাহাদত হোসাইন অপু, ইফজাল জাবেল, আবিদ আহমদ, আসফাক আহমদ পুলক, সাদিক আহমদ, আবুস সামাদ সিদ্দিকী প্রমুখ।
কেক কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন, জননেত্রী শেখ হাসিনার মিশন বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে সারাদেশে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। দেশ বিরোধী চক্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা কুচক্রী মহলের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। জকিগঞ্জ সরকারি কলেজে কেউ নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
Leave a Reply