জকিগঞ্জে এন.আর.বি. উবায়দুল হক একাডেমিতে পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামে নির্মাণাধীন এন.আর.বি. উবায়দুল হক একাডেমিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকার দিকে একাডেমিক ভবনে প্রস্তাবিত মাধ্যমিক বিদ্যালয়ে আগামী নতুন বছরে পাঠদান শুরুর লক্ষ্যে এ পরামর্শ সভা করা হয়।

পরামর্শ সভায় এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তাহির আলীর সভাপতিত্বে ও সংগঠক নবাব আব্দুল হক এবং আব্দুস শহীদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাহবুবুর রহমান ও গীতাপাঠ করেন নিপেন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও মহিলা ভাইস মাজেদা রওশন শ্যামলী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আব্দুস সুবহান, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হালিম, ক্যাডেট কেয়ার একাডেমির পরিচালক কে.এম.মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিসুর রহমান মেখন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খাঁন ও জাপা নেতা আব্দুল আহাদ প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা লুৎফুর রহমান লুকন, বারঠাকুরী ইউনিয়নের মহিলা সদস্য পারভীন আক্তার, সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, যুবনেতা হানিফ আহমদ সুমন, মুরব্বী হাজী রায়হান উদ্দিন, আব্দুল আজিজ, ইয়াসিন আলী, কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আব্দুল মুকিত, বুরহান উদ্দিন, আব্দুল কুদ্দুস, মাওলানা ফয়েজ আহমদ, তুতিউর রহমান, আবুল কালাম আজাদ, উবায়দুল হক, শামীম আহমদ, আব্দুল আহাদ, মুজম্মিল আলী, সেলিম আহমদ, মুজিবুর রহমান, মাছুম আহমদ, কামাল আহমদ ও রাহাত আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, প্রবাসী উবায়দুল হক এই প্রতিষ্ঠান নির্মাণ করে পিছিয়ে পড়া এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব পুরো এলাকাবাসীর। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ আন্তরিক হলে এ প্রতিষ্ঠান দ্রæত এগিয়ে যাবে। ঘেছুয়া গ্রামসহ এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক বিদ্যালয় গুলো অনেক দূর। এরমধ্যে যাতায়াত ব্যবস্থা দুর্বল থাকার কারণে দূরের মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীরা যেতে কষ্ট পোহাতে হয়। পিছিয়ে পড়া এলাকায় স্কুল স্থাপনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। প্রবাসী উবায়দুল হক এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার কারণে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। শিক্ষার দিকে এগিয়ে যাবে এলাকা। শিক্ষা দরদী এন.আর.বি. উবায়দুল হকের মত অন্যরাও নিজ উদ্যোগে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করলে সকল শিক্ষার্থী শিক্ষা অর্জনের অধিকার সহজে গ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর