নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে বারঠাকুরী ইউনিয়ন সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মো. আব্দুল মুকিত মুকুলের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম মনুর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন জাপা নেতা শিপার আহমদ।
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জেলা যুব সংহতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরতুজা আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মো. কুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল জলিল মেম্বার, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খাঁন, আব্দুল মতিন মেম্বার, জকিগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল কাদির, সদস্য সচিব মো. আকবর হোসেন, প্রবাসী জাপা নেতা সোলেমান আহমদ লস্কর, বারঠাকুরী ইউপি সদস্য ও জাতীয় পার্টি নেতা আব্দুল আজিজ, মানিকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী হোসেন, সুলতানপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ ও জকিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাবু।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন। পরে বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মুকিত মুকুল, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মনু ও সাংগঠনিক সম্পাদক নাম আজির উদ্দিনের নাম ঘোষণা করেন।
Leave a Reply