নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: আসন্ন ইউনিয়ন পরিষদের হাওয়া লেগেছে গ্রামে’গঞ্জে। নির্বাচন ও প্রার্থী নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এবারের নির্বাচনে প্রবীনের চাইতে নবীন প্রার্থীরা বেশ তৎপরতা চালাচ্ছেন। ভোটারের আলোচনায়ও নবীন প্রার্থীরা স্থান পাচ্ছেন। সকল দলেই নির্বাচনী তৎপরতা থাকলেও বিশেষ করে সরকার দলীয় নেতাকর্মীরা দলীয় প্রতীক পেতে তৃণমূলের সমর্থন আদায়ে সরব সময় পার করছেন।
মঙ্গলবার রাতে চৌধুরী বাজারে জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান মতবিনিময় সভায় ইউপি আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও বানেশ্বর বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিদ উদ্দিন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক বীরেশ চন্দ্র বিশ্বাস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সোবহান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি বখতিয়ার হোসেন জামাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক চৌধুরী জাবেদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কায়সার আহমেদ কায়েস, কাজলসার ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ তালুকদার, বঙ্গবন্ধু পেশাজীবী সিলেট জেলার সহসভাপতি আব্দুল বাসিত, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আতিকুর রহমান আতিক, ছালিক আহমদ, সেলিম আহমদ, চৌধুরী শামীম আহমদ, মিলন আহমদ, সুহেল আহমদ, জিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা দলীয় হাইকমান্ডোর প্রতি আহবান জানিয়ে বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়ে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী করা হলে কাজলসার ইউপিতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত হবে। এলাকার মানুষের সাথে মোস্তাফিজুর রহমানের গভীর সম্পর্ক রয়েছে। নতুন ভোটারসহ আওয়ামী পরিবার তরুণ নেতৃত্ব চায়।
Leave a Reply