নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা মতবিনিয়ম সভা করেছেন। মঙ্গলবার রাতে কাজলসার ইউপির চৌধুরী বাজারে তৃণমূল নেতাকর্মীরা এ সভা করেন।
মতবিনিময় সভায় ইউপি আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও বানেশ্বর বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সহসভাপতি রাতুল বিশ্বাস, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিদ উদ্দিন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক বীরেশ চন্দ্র বিশ্বাস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সোবহান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি বখতিয়ার হোসেন জামাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক চৌধুরী জাবেদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কায়সার আহমেদ কায়েস, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার চৌধুরী, কাজলসার ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ তালুকদার, বঙ্গবন্ধু পেশাজীবী সিলেট জেলার সহসভাপতি আব্দুল বাসিত, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আতিকুর রহমান আতিক, ছালিক আহমদ, সেলিম আহমদ, চৌধুরী শামীম আহমদ, মিলন আহমদ, সুহেল আহমদ, জিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান চেয়ারম্যান জুলকার নাইন লস্করের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে কাজলসার ইউপিতে প্রার্থী পরিবর্তন করা না হলে পরাজয়ের আশঙ্কা রয়েছে। বর্তমান চেয়ারম্যান নৌকা নিয়ে বিজয়ী হলেও তৃণমূলকে যথাযথ মূল্যায়ন করেননি। ইউনিয়নবাসীর ভাগ্য পরিবর্তনেও তিনি ব্যার্থ হয়েছেন। নানা বির্তকিত কার্যক্রমে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আসন্ন নির্বাচনে নেতাকর্মীরা তৃণমূল সমর্থিত প্রার্থী পেলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে পারবেন বলে দাবী করেন।
Leave a Reply