নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জে মাওলানা ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ট্রাস্টের অস্থায়ী কার্যালয় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় সকাল ১১ ঘটিকা থেকে বিকেল ২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। এবার বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩৯ টি মাদ্রাসার ইবতেদায়ী পঞ্চম শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণীর ও হিফজ শাখার মোট ৯৫৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জকিগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম জানিয়েছেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ৮০ নাম্বারের উপরে পেলে জনপ্রতি ১৫শ, ৭০ থেকে ৭৯ নম্বর পেলে ১২শ ও ৬০ হতে ৬৯ নাম্বার প্রাপ্তরা ১শ টাকা হারে নগদ টাকা ও সনদপত্র পাবেন। খুব দ্রুত ফলাফল প্রকাশ করা হবে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা ফখরুল ইসলাম প্রতিবার এমন বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকেন। এবারও উর্ত্তিণ সকলের মধ্যে তিনি বৃত্তি ও সনদ বিতরণ করবেন।
পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারায় অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম সংশ্ল্ষ্টি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply