শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা: জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর চলতি মাসে খোলে দেবার ঘোষণায় জকিগঞ্জে সরকারি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে। সোমবার দুপুরে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আহমদ, আসাফ নাঈম, ফাহিম আহমদ, শাহাদাত হোসেন অপু, অপু আহমদ, যুবলীগ নেতা অলি রানা, কলেজ ছাত্রলীগ নেতা ইফজাল জাবেল, আবিদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা উজ্জ্বল আহমদ, আহমদ সচ্ছল, ওমর ফারুক, তাওহীদ উল ইসলাম অমি, মাহদী হাসান, রাহী চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর চলতি মাসে খোলে দেবার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বাংলাদেশ ছাত্রলীগসহ সাধারন শিক্ষার্থীরা আনন্দিত। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থী স্কুল কলেজে উপস্থিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে নিরাপদে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। দেশের সকল নাগরিককে ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রী অঙ্গীকারবন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর