নিজস্ব প্রতবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ পৌরসভাস্থ সদরপুর সমাজকল্যাণ সংস্থার আত্মপ্রকাশ হয়েছে। ‘কল্যাণ হোক মানুষের জন্য মানবতার জন্য’ এ শ্লোগানকে লালন করে গঠিত সংস্থা আর্তমানবতার সেবা করার লক্ষ্য নিয়ে ১২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। আত্মপ্রকাশের পর বুধবার সংস্থাটি আর্থিক সহায়তা নিয়ে একজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছে।
নবগঠিত সংস্থার সাধারণ সম্পাদক জামিল আহমদ জানিয়েছেন, আর্তমানবতার সেবা করার লক্ষ্য নিয়ে গত মঙ্গলবার রাতে সদরপুর গ্রামের যুবক ও তরুণ সমাজের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা আসাব উদ্দিনকে সভাপতি, আফসর আহমদ, মামুনুর রশীদকে সহসভাপতি ও জামিল আহমদকে সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও ফজলুর রশীদকে কোষাধ্যক্ষ করে ১২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করা হয়েছে। প্রবাসী সদস্যদের সহযোগীতায় এ সংস্থার মাধ্যমে অসহায় অসুস্থ মানুষকে সহায়তা, দারিদ্র্য শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি, এলাকার উন্নয়নসহ মানবিক কাজ করে যাবে।
Leave a Reply