নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: ‘জকিগঞ্জ উপজেলা পরিষদের নতুন ৬ তলা বিশিষ্ট ভবনের লে-আউট প্লান ও টেস্ট ফাইল ড্রাইভ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস এ কার্যক্রম শুরু করেন। পরে সরেজমিন গিয়ে উপজেলা পরিষদের নতুন ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবর হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর সাহেদসহ ঠিকাদারী প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারীরা।
Leave a Reply