নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনা সংক্রমণ ঠেকাতে জকিগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্নস্থানে পুলিশ ও বিজিবির সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস অভিযান অব্যাহত রেখেছেন। তবুও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বেশি অনীহা দেখা যাচ্ছে।
শনিবার জকিগঞ্জ পৌর শহরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিকেলে জকিগঞ্জ শহরে লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযানে নামেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। এ সময় সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন দোকানে ও মাস্ক ছাড়াই অযথা ঘুরাফেরার দায়ে মোবাইল কোর্ট বসিয়ে মোট ৮ মামলায় ২ হাজার ২৫০ টাকা জরিমানা করে আদায় করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস জানান, সংক্রমণের হার দিনদিন খারাপ হওয়ার পরও সাধারণ লোকজন স্বাস্থ্যবিধি উপেক্ষিত করে চলাচল করছেন। এভাবে চলাফেরা করলে খুবই ভয়াবহ হবার আশঙ্কা আছে। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, লকডাউন অমান্য করে এখন থেকে যারা চুর-পুলিশ খেলবেন তাদেরকে জেলসহ শাস্তি দেয়া হবে।
Leave a Reply