নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: দৈনিক ইনকিলাব, দৈনিক সিলেটের ডাকের জকিগঞ্জ প্রতিনিধি ও জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বদরুল হক খসরু ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে সিলেট উইমেন্স মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার মধ্যে রাতে জানাগেছে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
সাংবাদিক বদরুল হক খসরুর পারিবারিক সূত্রে জানাগেছে, গেল সপ্তাহে ব্রেনস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হওয়ায় তাঁকে সিলেট উইমেন্স মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাছাড়াও দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি উইমেন্স মেডিকেলের ৯ তলার ৩২ নাম্বার ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
Leave a Reply