নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: টিকার সংকট কাটিয়ে ওঠায় আবারও শুরু হচ্ছে করোনা সুরক্ষা টিকার নিবন্ধন কার্যক্রম। আগামী সোমবার (১২ জুলাই) থেকে জকিগঞ্জে সুরক্ষা ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। টিকা গ্রহণে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আগে যাঁরা ভ্যাকসিনের নিবন্ধন করেছিলেন, তাঁরাও টিকা পাবেন। তবে নিবন্ধন ছাড়া এবং এসএমএস পাওয়া ব্যতীত কেউ টিকা পাবেন না। এসএমএস পাওয়ার আগ পর্যন্ত কেউ ভ্যাকসিন গ্রহণের জন্য হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। যারা নিবন্ধন করবেন পর্যায়ক্রমে সবাই এসএমএস পাবেন।
Leave a Reply