নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জকিগঞ্জ ইউনিয়নের ৬৬টি জামে মসজিদে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে ট্রাস্টের কো চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদের তত্বাবধানে ভরন এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্টানের মধ্যেদিয়ে সংশ্লিষ্ট মসজিদের ইমাম ও মোতায়ালীদের হাতে চারাগুলো তুলে দেন।
সংক্ষিপ্ত অনুষ্টানে ট্রাস্টের কো চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সুলতানপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, বাবুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ, ময়নুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য আব্দুল মুকিত, কলেজ ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম রেজা প্রমূখ।
Leave a Reply