নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের মোগলাবাজার থানা এলাকায় ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত জকিগঞ্জের কামালপুর গ্রামের রেদোয়ান রশীদ চৌধুরী সৌরভের খুনিদের ফাঁসির দাবীতে প্রতিবাদ সভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।
মঙ্গলবার বিকেলে চৌধুরী বাজারে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ। শিক্ষক হাফিজ শহিদুল ইসলামের পরিচালনায় শুরু পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ ফারুক আহমদ। পরিষদের সভাপতি রশীদ আহমদ হানিফের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল গফুর, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, প্রবাসী শুয়াইবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ, এলাকার মুরব্বী ইয়াছিন আলী, কবির আহমদ, লালু মিয়া, যুবলীগ নেতা শামীম আহমদ, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ তালুকদার, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ। এ সময় চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সদস্যসহ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও কামালপুর গ্রামের মৃত নোমান রশীদ চৌধুরীর ছেলে রেদোয়ান রশীদ চৌধুরী সৌরভের খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে অবিলম্বে ফাঁসির দাবী জানান। পরে রেদোয়ানের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত পরিচালনা করেন হাফিজ শহীদুল ইসলাম।
Leave a Reply