নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর তার নিজ বাড়িতে আজিজুর রহমানের বড় ভাই বাসিতুর রহমান বাছিত মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত এক অনুষ্টানের মধ্য দিয়ে তিনি এসব বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে ছিলো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুহি উদ্দিন, মাওলানা আফতাব আহমদ, আব্দুর রহিম ঝংকি, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বারসহ এলাকার বিশিষ্ট লোকজন ছিলেন।
আজিজুর রহমান জানিয়েছেন, অতীতের মতই এবারও তিনি অসহায় মানুষের মুখে ঈদের খুশি ফুটাতে নিজস্ব তহবিল থেকে ঈদসামগ্রী বিতরণ করেছেন। তার মানবিক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।
Leave a Reply