নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে এইচ টিএ সেবা ফাউন্ডেশন ও খলাছড়া জনকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে খলাছড়া মাদ্রাসায় সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার প্রায় ২ শতাধিক লোকজনের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান হয়।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে খলাছড়া জনকল্যাণ সংস্থার সভাপতি প্রফেসর বদরুল হক বাদলের সভাপতিত্বে ও জনকল্যাণ সংস্থার প্রচার সম্পাদক আবুল কালাম কালনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইচ টিএ সেবা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল সোহেল, কোষাধ্যক্ষ জাহেদ আহমদ, খছরুজ্জামান খছরু, মস্তু আহমদ, সাজু আহমদ, তারেক আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাস্টার আলতাফ হোসেন।
আয়োজকরা জানিয়েছেন, ঈদ সামগ্রী বিতরণের আগে তারা অসহায় ৫ জন মানুষের বিবাহের জন্য নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করেছেন। মানব সেবায় তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply