নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠে আজ মঙ্গলবার থানাবাজার লতিফিয়া ইসলামিক গজল সন্ধ্যা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে ক্বিরাত সম্মেলন ও ইসলামিক গজল সন্ধ্যা। মঙ্গলবারের এ সম্মেলনকে সফলের লক্ষে সোমবার বাবুর বাজারে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানাবাজার হাবীবিয়া হিফজুল ক্বোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ ইমাদ উদ্দিন, থানাবাজার লতিফিয়া ইসলামিক গজল সন্ধ্যা পরিষদের সভাপতি ক্বারী হাফিজ আলী হুসেন, পরিষদের সাধারন সম্পাদক মো. আবুল হোসাইন তাপাদার, সহ সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান জাবির,অর্থ সম্পাদক সেলিম আহমদ, সদস্য আরিফুল হক প্রমুখ। আজকের এ সম্মেলনকে সফল করতে মাসব্যাপী পরিষদের নেতৃবৃন্দ প্রচারণা চালিয়ে আসছেন। সম্মেলনে দেশের প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পীরা ক্বিরাত ও গজল পরিবেশন করবেন। আয়োজকরা সকলের উপস্থিতি কামনা করেছেন।
Leave a Reply