নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জের গ্রেফতারকৃত হেফাজত নেতা জয়নুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নাশকতার অভিযোগে শুক্রবার বিকেলে তাকে জকিগঞ্জ শহর থেকে থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল আটক করে। মাওলানা জয়নুল ইসলামকে ঐ রাতেই জকিগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
গ্রেফতারকৃত মাওলানা জয়নুল ইসলাম (৩৩) উপজেলার বারহাল ইউপির নিজগ্রামের মৃত সফিকুর রহমানে ছেলে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক পন্থী) এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। শনিবার জকিগঞ্জ সিনিয়র জুডিস্যিাল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে প্রেরণ করা হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতা ও নৈরাজ্যর সৃষ্টির অভিযোগের মামলার আসামী জয়নুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় শনিবার পর্যন্ত মোট ১১জনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply