নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে::জকিগঞ্জের বিরশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইসলাম উদ্দিন (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ইসলাম উদ্দিন বিরশ্রী ইউনিয়নের কান্দিরবন্দ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
সোমবার ভোর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরশ্রী এলাকার কান্দিরবন্দ গ্রাম থেকে জকিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মখলিছ মিয়া অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সে জকিগঞ্জ থানার ৬/৪/১৬ নং মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাথে ১০ হাজার টাকা জরিমানাও আছে।
জকিগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, ইসলাম উদ্দিন একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাথে জরিমানাও রয়েছে। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply