নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ ৫নং সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুছ ছবুর তাপাদার। শনিবার সকালে মানিকপুর গ্রামে তার ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্থরের জনগন নিয়ে এ উপলক্ষে বৈঠক করেন। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করে বিজয় নিশ্চিতে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে অবসরপ্রাপ্ত সুবেদার মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আব্দুল আহাদ তাপাদারের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু তাহের মিছবাহ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুর রহিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইউপি সদস্য সামছ উদ্দিন কাজল, সমাজসেবী রিয়াজুল ইসলাম রাজু, পানু মিয়া তাপাদার, আব্দুস সুবহান, জামাল আহমদ, আব্দুল মুতলিব, আব্দুল আজিজ তাপাদার, হাজী আব্দুল কাদির, মজনু মিয়া, সামসুদ্দীন তাপাদার সাবু, আমিনুর রহমান তাপাদার শামিম, আব্দুল জলিল, আব্দুল আজিজ, শফিকুর রহমান, খলিলুর রহমান, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। বৈঠকে আব্দুছ ছবুর তাপাদার আসন্ন নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply